পীরগঞ্জে খেজমতপুরে মাদক, বাল্য, বিবাহ ও শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত

মামুনুর রশিদ মেরাজুল-

মাদক, বাল্য, বিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ২.০০ ঘটিকায় রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিল্পপ্রতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন- সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, মেয়র আবু ছালেহ মো: তাজিমুল ইসলাম শামীম, মাদার তেরেসা ও মহাত্মা গান্ধী স্বর্ণপদক বিজয়ী পীরগঞ্জ থানার অফিসার রেজাউল করিম, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার জঙ্গীবাদ, বাল্য বিবাহ, মাদক ও সন্ত্রাস নির্মুলে নিরলস ভাবে কাজ করিতেছে। উক্ত এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে উক্ত আন্দোলন সফল করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item