জলঢাকায় স্কুলে স্কুলে জাতীয় বই বিতরন উৎসব পালিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
" শিক্ষা নিয়ে গড়ব দেশ - শেখ হাসিনার বাংলাদেশ " এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার সকাল থেকে স্কুলে স্কুলে জাতীয় বই বিতরন উৎসব পালিত হয়। এ উপলক্ষে জলঢাকা মাধ্যমিক স্কুল (ব্রাক) এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান, ব্রাক রংপুর শিক্ষা কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক সুরেশ চন্দ্র রায়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার বজলুর রশীদ, প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল, সমাজসেবক আব্দুর রহমান প্রমুখ। অন্যদিকে পৌরসভার সদ্য জাতীয়করণ কৃত শিক্ষা প্রতিষ্ঠান জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ,বালিকা বিদ্যালয় , কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা ও আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদরাসায় উৎসবের মধ্য দিয়ে জাতীয় বই বিতরন উৎসব পালিত হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7448810730312143570

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item