ঠাকুরগাঁওয়ে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি -
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ই্উনিয়নে আনিসুর রহমান (১৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।শনিবার দুপুরে রহিমানপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে এ ঘটনা ঘটে।নিহত আনিসুর রহমান (৪০) রহিমানপুর গ্রামের নেন্দু মোহাম্মদের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক মো. সুজন আলী (২৫) কে আটক করেছে। সে রহিমানপুর গ্রামের সুলতান আলীর ছেলে। সে বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। প্রত্যদর্শী জানান, শনিবার দুপুর ১২টার দিকে রহিমানপুর ইউনিয়নের মাদ্রাসা বাজারে পান খাচ্ছিলেন আনিসুর রহমান। এসময় আকস্মিকভাবে পেছন দিক থেকে প্রতিবেশী সুজন আলী ধারালো ছোড়া দিয়ে এলোপাথারি আনিসুর রহমানকে কুপিয়ে জখম করে। পরে সুজন নিজেই তাঁর শরীর কুপিয়ে জখম করে। 

এসময় স্থানীয়রা আহত অবস্থায় ঘাতক সুজন আলীকে আটক করে রাখে এবং আনিসুর রহমানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান মারা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক সুজনকে আটক করা হয়েছে। এরপর তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কি কারণে এই হত্যাকান্ডটি হয়েছে এ বিষয়ে কিছুই বলা যাচ্ছেনা। বিষয়টি আমরা তদন্ত করছি। 

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল লতিফ মিঞা।

পুরোনো সংবাদ

নির্বাচিত 726910524205533393

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item