ঠাকুরগাঁওয়ে শেখ ফজলুল হক মনির" ৭৮ তম জন্মবার্ষিকী পালন
https://www.obolokon24.com/2017/12/thakurgaon_40.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলা সদর আওয়ামিলীগ অফিস প্রধান কার্যালয়ে বাংলাদেশ যুবলীগ এর
প্রতিষ্ঠাতা "শহিদ শেখ ফজলুল হক মনির" ৭৮ তম জন্মবার্ষিকী মিলাদ ও দোয়া
মাহফিল্ এর মাদ্ধমে এই মহান দিন টিকে পালন করা হয়। উক্ত মিলাদে উপস্থিত
ছিলেন যুবলীগ সভাপতি জনাব আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাষিশ দত্ত
সমির ও যুবলীগের সকল স্তরের নেতাবৃন্দ। মিলাদ কার্য সম্পন্ন করেন আলহাজ্ব
মওলানা ইমদাদুল হক সাহেব।
উক্ত মিলাদের মাদ্ধমে
জাতির পিতা শেখ মজিবুর রহমানের পরিবারের সকল সদস্যর আত্মার মাগফিরাত করা হয়
ও জননেত্রি শেখ হাসিনার সুস্থতা কামনা করা হয়।
ঠাকুরগাঁও যুবলীগে সদর ও পৌর যুবলীগে।