ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে-স্পীকার

মামুনুর রশিদ মেরাজুল ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ

সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে জাতীয় সংসদের স্পীকার ও রংপুর-৬, পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আমাদের সমাজ ও নতুন প্রজন্মকে সুশিক্ষার আলোকে আলোকিত করে একটি জ্ঞান ও প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের দারিদ্র ও ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে। ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ হওয়ার যে লড়্ইা সেই লড়াইয়ে সরকারের হাতকে শক্তিশালী করতে শিক্ষকদের কাজ করতে হবে। গতকাল বিকেল ৫টায় পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ‘মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠন, জঙ্গি-মাদক প্রতিরোধ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়ন শীর্ষক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। তিনি আরও বলেন,  ইউনেস্কো ২০১৬ এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ৭২ শতাংশের অধিক শিক্ষার হার। কন্যাশিশুদের শিক্ষাক্ষেত্রে অন্তর্ভুক্তি আজকে বাংলাদেশে জেন্ডার সমতা অর্জনে সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা পুরণেও আমরা সফল হয়েছি। রংপুর জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পীরগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আ’লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, জেলা আ’লীগ নেতা মোকাররম হোসেন জাহাঙ্গীর, পৌর আ’লীগ সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান ও সম্পাদক কামরুল হাসান জুয়েল, অধ্যক্ষ নজরুল ইসলাম, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাশা, অধ্যক্ষ দবির উদ্দিন, বাশিস সভাপিত আনোয়ারুল ইসলাম মান্নু, প্রাথমিক শিক্ষক নেতা সাইফুল ইসলাম প্রমুখ। এর আগে স্পীকার উপজেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর আগে তিনি সভাস্থল থেকে ১০ শয্যাবিশিষ্ট খালাশপীর মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র, রায়পুর রাজিয়া ইসমাইল আশ্রয়ণ প্রকল্প, মিঠিপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 57344175737725657

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item