নীলফামারীতে ছাত্রলীগ নেতার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা॥ ঢাকায় স্থানান্তর

বিশেষ প্রতিনিধি ১২ ডিসেম্বর॥
নীলফামারী ছাত্রলীগের নেতা নিয়ন চৌধুরী (২২) উপর হামলা চালনো হয়েছে। হামলাকারীরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত  করে একটি হাত রক্তাত্ব জখম করেছে। গতকাল সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ফল ব্যবসায়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিয়ন জেলা শহরের প্রগতিপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে। সে ছাত্রলীগের তত্বাবধানে গরীব মেধাবী এসএসসি পরীক্ষার্থীদের ফ্রি- কোচিং সেন্টারের সদস্য সচিবের দায়িত্ব পালন করে আসছে। এ ঘটনাটি জেলা শহরে তোলপাড় সৃষ্টি করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিয়নকে বিমানে ঢাকা নেয়ার সময় ছবি সহ নিজের ফেসবুকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার একটি স্ট্যাটাস প্রদান করে। সেখানে তিনি লিখেছেন প্রিয় ছোট ভাই নিয়নকে নিয়ে ঢাকা উদ্দেশ্যে রওনা হলাম। সকলে দোয়া করবেন ও যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।

এ দিকে নীলফামারী থানা সুত্রে জানা যায়, এ ঘটনায় আহত নিয়নের মা মায়া বেগম বাদী হয়ে নাজমুল সর্দার সহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে (মামলা নম্বর ১৮)। মামলায় বাংলাদেশ দন্ডবিধির ১৪৩,৩৪১,৩২৩,৩২৬,৩০৭,৩৮৫ ও ৩৭৯ ধারা আনা হয়েছে।
অপর দিকে হামলাকারীতে গ্রেফতারে পুলিশ চিরুনী অভিযান পরিচালনা করছে। কিন্তু নাজমুল ও তার সঙ্গীদের পাওয়া না গেলেও পুলিশ নাজমুলের মোটরসাইকেলটি পরিত্যাক্ত অবস্থায় পেয়ে জব্দ করেছে।

এ ব্যাপারে সদর থানার ওসি বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলা সুত্রে জানা যায়, পূর্ব শুক্রতার জের ধরে জেলা শহরের সওদাগড় পাড়ার লতিফ সর্দারের ছেলে নাজমুল সর্দার (২৪) সহ অজ্ঞাত আরো ৪/৫ জন এ ঘটনা ঘটনায়। ঘটনার পর নাজমুল ও তার সঙ্গীরা পালিয়ে যায়। খবর পেয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান শাহ আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকার আহত নিয়নকে প্রথমে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। নিয়নের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় আজ মঙ্গলবার সকালে তাকে সৈয়দপুর হতে বিমানে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে রয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক।


পুরোনো সংবাদ

নীলফামারী 4341639164577428822

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item