আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আজ ৯ ডিসেম্বর (শনিবার) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস - ২০১৭ পালন উপলক্ষে সৈয়দপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই মানববন্ধন কর্মসূচি পালন করা  হয়েছে।  এ সময় সেখানে “ আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
 সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম সভাপতিত্বে  আলোচনায় অংশ নেয় সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক সরকার, সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের ইংরেজী বিষয়ের সিনিয়র প্রভাষক মো. আব্দুল্লাহ্ সরকার, সাংবাদিক সাকির হোসেন বাদল প্রমূখ।
স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক মির্জা জহুরা আক্তার।
আলোচনা সভাটি পরিচালনা করেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক আহ্মেদ।
মানববন্ধন কর্মসূচিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী, সুধীজন, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7886439123046778522

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item