সৈয়দপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/12/saidpur_29.html
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সৈয়দপুর পৌরসভায় এক অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ ডিসেম্বর) পৌর অধিবেশন কক্ষে ওই সভাটির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুরসভার প্যানেল মেয়র-১ মো. জিয়াউল হক জিয়া ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র- ২ ও ৩ যথাক্রমে শাহীন আকতার শাহীন, কাজী জাহানারা বেগম, পৌর কাউন্সিলর শেখ মোহন, মো. শাহিন হোসেন, তারিক আজিজ, পৌরসভার সচিব আশীষ কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক আলহাজ্ব এবিএম রওশন আলম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার একেএম ফারুক, সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্রতিনিধি আরফান আলী, ল্যাম্ব হাসপাতালের শো-প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর কেয়া রানী দাস, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর মো. মাহফুজুর রহমান প্রমুখ।
আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় ওই সভাটি।