সৈয়দপুরে মুক্তিযোদ্ধা চিকিৎসকের বাসায় ডাকাতির ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে মুক্তিযোদ্ধা চিকিৎসক শাহ্ মো. মতিয়ার রহমানের বাসায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।
আজ(শুক্রবার) বিকেলে সংবাদপত্রে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সংসদের পক্ষ থেকে ওই ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে। সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা চিকিৎসকের বাসা থেকে লুট করা নগদ অর্থ,স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।
একই বিজ্ঞপ্তি প্রেস সাম্প্রতিক সময়ে সৈয়দপুর শহরে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড বেড়ে যাওয়ার উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রসঙ্গত,গত বুধবার গভীর রাতে সৈয়দপুর শহরে বাঙালীপুর এলাকায় মুক্তিযোদ্ধা চিকিৎসক শাহ্ মো. মতিয়ার রহমানের বাসায় এক দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল ওই বাসায় হানা দিয়ে চিকিৎসক পরিবারের সদস্যদেও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা,২০ ভরি স্বর্ণালংকার,মূল্যবান অ্যান্ড্রোয়েড মুঠোফোন নিয়ে যায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8941311934771363412

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item