রসিক নির্বাচনের প্রাপ্ত ১১০ কেন্দ্র - লাঙ্গল ৯৭৬২৬, নৌকা ৩৭৭৪৬, ধানের শীষ ১৮৭৭৬ ভোট
https://www.obolokon24.com/2017/12/rangpur_94.html
মামুনুর রশিদ মেরাজুল॥
বহুল প্রত্যাশিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ পাল্টাপাল্টি অভিযোগের পর নানারকম শঙ্কা আর ভয় থাকলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ১৯৩ কেন্দ্রের মধ্যে ১১০টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ৩৭টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীক নিয়ে ৯৭,৬২৬ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭,৭৪৬ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ১৮,৭৭৬ ভোট।
এর আগে কোনোরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনে শীতের কারণে সকাল থেকে ভোটারের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা।
নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রথমে অনেককেই ভোট দেয়ার আগে দুশ্চিন্তায় দেখা গেলেও পরে ভোট দিয়ে তাদের আনন্দিত দেখা যায়।
মোট ১৯৩টি কেন্দ্রে রসিকের ভোট হয়। এখানে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। সাতজন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫টি জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পরীক্ষামূলকভাবে বেগম রোকেয়া কলেজ কেন্দ্র ইভিএম মেশিনে ভোট নেয়া হয়।
নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের শালবন এলাকায় রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজে কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।