রসিক নির্বাচনে জামানত হারালেন বিএনপি প্রার্থীসহ পাঁচজন

মামুনুর রশিদ মেরাজুলঃ

সদ্য সমাপ্ত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়েও কম ভোট পাওয়ায় বিএনপি’র প্রার্থীসহ পাঁচজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। রংপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের সহায়ক কর্মকর্তা মোঃ আফতাব উজ্জামান এ তথ্য জানান।
সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী, মেয়র পদে কোনো প্রার্থী প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোটের চেয়ে কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। রসিক নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন। এদের মধ্যে ভোট প্রদান করেছেন ২ লাখ ৯২ হাজার ৭২৩ জন। এক্ষেত্রে প্রদত্ত ভোটের আটের একাংশ হলো ৩৬ হাজার ৫৯০ ভোট।
গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান মোস্তফা ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে ৬২ হাজার ৪০০ ভোট পেয়েছেন।
অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এটিএম গোলাম মোস্তফা বাবু হাতপাখা প্রতীকে ২৪ হাজার ৬ ভোট পেয়েছেন, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এরশাদের ভাতিজা স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ হাতি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩১৯ ভোট। আর বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আব্দুল কুদ্দুস মই প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৬২ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি) প্রার্থী মো. সেলিম আখতার আম প্রতীকে পেয়েছেন ৮১১ ভোট। সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা অনুযায়ী এই পাঁচজনের কেউই প্রদত্ত ভোটের আটের এক ভাগ (৩৬ হাজার ৫৯০) ভোটও পাননি।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা ৫ লাখের কম হলে মেয়র পদে জামানত দিতে হয় ২০ হাজার টাকার। এক্ষেত্রে ওই পাঁচ প্রার্থী জামানত ২০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 2610838365074673160

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item