পীরগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মামুনুর রশিদ মেরাজুল-
শনিবার পীরগঞ্জের চতরায় ‘আলতাব নগর কবরস্থান’ মাঠে অনুষ্ঠিত ২য় তাফসিরুল কোরআন মাহফিলে প্রায় লাখ মানুষের সমাগম ঘটেছিল। ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মোঃ তোফাজ্জল হোসেন (ভৈরবী)। এতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম বুলবুল প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, ওসি রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন সহ বিভিন্ন পেশাজীবি,সাংবাদিকগণ।
জানা গেছে, দুবাই প্রবাসী তরুন শিল্পপতি আলতাব হোসেন উপজেলার চতরাহাটের বাসিন্দা। তিনি নিজস্ব অর্থায়নে কয়েক একর জমির উপর সর্বসাধারনের জন্য কবরস্থান, মসজিদ ও এতিমখানা প্রতিষ্ঠা করে ‘আলতাব নগর’ নাম দিয়েছেন। এ লক্ষ্যে প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিলের অয়োজন করে আসছেন। প্রধান বক্তা বলেন, মহানবী (সাঃ) এবং আমরা পিতা-মাতাকে ভালবাসলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তিনি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওয়াজ করেন। পরে মুসলিম উম্মাহর শান্তি কামনায় প্রায় ১৮ মিনিট মোনাজাত করেন।

পুরোনো সংবাদ

রংপুর 8537087723296223547

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item