পীরগঞ্জে পারিবারিক কমিটি দিয়ে চলছে বিএডিসি’র নলকুপ
https://www.obolokon24.com/2017/12/rangpur_72.html
পানি কম পাওয়া, সেচ মুল্য বেশী, ম্যানেজারের দুর্ব্যবহার, পরিত্রাণ পেতে কৃষকদের অভিযোগ
মামুনুর রশিদ মেরাজুল ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃপীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) এর একটি গভীর নলকুপ পারিবারিক কমিটি দিয়ে দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে। কমিটিতে বাবা সভাপতি, ছেলে ম্যানেজার, ক্যাশিয়ার অপর ছেলে। ফলে নলকুপটির ম্যানেজারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং হয়রানি থেকে রেহাই পেতে প্রায় ১’শ কৃষক অতিষ্ঠ হয়ে উপজেলা সেচ কমিটির কাছে লিখিত অভিযোগ করেছে। উপজেলার মাগুড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার মদনখালী ইউনিয়নের মাগুড়া গ্রামে কৃষকদের প্রায় ৫০ একর জমিতে পানি সেচ দেয়ার লক্ষ্যে বিএডিসি একটি গভীর নলকুপ স্থাপন করে। বিগত ২০০৯ সালে নলকুপটি পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হলে কমিটিতে একই পরিবারের ৪ সদস্য রয়েছে। ওই কমিটির সভাপতি বাবা আব্দুল মমিন মিয়া, তার ৩ ছেলের মধ্যে মিলন মিয়া ম্যানেজার, সেবু মিয়া ক্যাশিয়ার ও সদস্য পদে সেলিম মিয়া রয়েছেন। অপর ৩ সদস্য এরশাদ মিয়া, মিজানুর রহমান ও সাইদুর রহমান জানেই না তারা সদস্য। ওই কমিটির সভাপতি আব্দুল মমিন মিয়া প্রায় ১ বছর আগে মারা গেলেও এখনো পদটি পুরন করা হয়নি। ম্যানেজারই সকল কার্যক্রম সম্পাদন করেন বলে অভিযোগ রয়েছে। নলকুপটির আওতায় ৯৩ জন কৃষক সম্প্রতি ম্যানেজারের বিরুদ্ধে নানান অভিযোগ এনে উপজেলা সেচ কমিটি ও বিএডিসি’র রংপুর রিজিওনের নির্বাহী প্রকৌশলীর (নির্মান) কাছে অভিযোগ করলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি। এ ব্যাপারে অভিযোগকারী কৃষক খালেক মিয়া, শওকাত আলী, হবিবর রহমানসহ কয়েকজন জানান, পানি সেচের বেশী মুল্য, আমন মওসুম তথা খরা মওসুমে পানি না দেয়া, আমাদের সাথে খারাপ ব্যবহারসহ বিভিন্ন ধরনের হয়রানি করে থাকে। পাশাপাশি তারাই একতরফাভাবে বিভিন্ন ধরনের আইন-কানুন তৈরী করে আমাদের উপর প্রয়োগ করে। আমরা তার হাত থেকে বাঁচতে চাই। ম্যানেজার মিলন খুবই খারাপ প্রকৃতির। বিএডিসি’র উপজেলা সহকারী প্রকৌশলী সৌরভ কুমার বিশ্বাস বলেন, অভিযোগটির ব্যাপারে শুনেছি। তবে এখনো সেচ কমিটি নির্দেশ না দেয়ায় তদন্ত করতে পারছি না। ম্যানেজার মিলন মিয়া জানায়, নলকুপটি আমার টাকায় প্রতিষ্ঠা করে নিয়েছি। আমি যা করছি, সেটা কৃষকরা মেনে নিয়েছে। তবে কেন তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তা জানি না।