রংপুরের পীরগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল শিক্ষিকার

মামুনুর রশিদ মেরাজুল

রংপুরের পীরগঞ্জ উপজেলার সদ্য জাতীয়করণকৃত বিরামপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৭.৩০ এ  উপজেলার চতরা হাটের পাশে নিজ বাড়ীতে  এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্র ও এলাকাবাসী জানায়, চতরা হাটের স্থানীয় চিকিৎসক আজাহার আলী গত বুধবার এশার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় নির্জনতার সুযোগে ৭/৮ জনের একটি দল অতর্কিত আজাহার আলীর চতরাস্থ বাসায় ঢুকে তার স্ত্রী বিলকিস বেগম (৪৮) কে এলোপাথাড়ী প্রহার ও ছুরিকাঘাত করে। এরপর বিলাসবহুল ওই বাসার ষ্টীলের আলমারী বাক্্র খুলে স্বর্নালংকার, নগদ অর্থ লুটে নিয়ে নির্বিঘেœ সটকে পড়ে । নামাজ শেষে বাড়ি ফিরে আজাহার আলী তার স্ত্রীর লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। নিহতের একমাত্র কন্যা আকতার জাহান বিথি জানান, মৃতার শরীরে ৭ টি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন এবং  মুখে স্কচটেপ এঁটে দেয়া ছিল। গত বছর স্বামী স্ত্রী একসাথে পবিত্র হজ্ব করেছেন। ধারণা করা হচ্ছে - দুর্বৃৃত্তদের কাউকে চিনে ফেলার কারণে বিলকিস বেগমকে হত্যা করা হয়ে থাকতে পারে। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ ও থানায় ইউডি মামলা করা হয়েছে। খবর লেখা পর্যন্ত লুন্ঠিত মালামাল উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘঠনায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনের পক্ষে পাঁচগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম শোক জানিয়ে অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন।       

পুরোনো সংবাদ

রংপুর 4281317901075329396

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item