বেতন-ভাতার দাবিতে পীরগাছায় ইউএনওর কার্যালয়ে গ্রাম পুলিশদের অবস্থান কর্মসূচী

ফজলুর রহমান,পীরগাছা ঃ

রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘিরে দিনভর অবস্থান কর্মসূচী পালন করছেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ৯০ জন।সোমবার বেতন-ভাতার দাবিতে সকাল ১১টা থেকে তারা এ কর্মসূচী শুরু করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারেন নি। ফলে কার্যালয় দুটির ভিতরে কর্মচারীগণ আটকা পড়ে থাকে এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী কার্যালয়ের ভিতরে ঢুকতে না পেরে বাইরে অবস্থান করে ফিরে চলে গেছেন।
অবস্থান কর্মসুচীতে থাকা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের রংপুর জেলা সাধারন সম্পাদক পুষ্পজিৎ বর্মন জানান, উপজেলার ৯০জন গ্রাম পুলিশকে গত জুলাই মাস থেকে বেতন-ভাতা, থানা হাজিরা ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হচ্ছে না। ফলে তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
পীরগাছা উপজেলা সভাপতি সুপিন চন্দ্র বর্মন ও সাধারন সম্পাদক আফছার আলী বলেন, আমরা দীর্ঘদিন ধরে ঘুরেও আমাদের ন্যায্য পাওনা পাচ্ছি না। তাই বাধ্য হয়ে এ কর্মসূচী দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসুচী চলবে।
পীরগাছা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী বলেন, কি কারনে তাদের বেতন-ভাতা দেয়া হচ্ছে না তা আমার জানা নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবির এর সাথে কথা হলে তিনি বলেন, অফিসে আসেন। সবকিছুর ব্যাখ্যা দেয়া হবে।

পুরোনো সংবাদ

রংপুর 6203637084137327161

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item