পাগলাপীরে বীর মুক্তিযোদ্ধা তরউদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন

 
হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে আজ সোমবার সকাল ১০ টায় রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন হল বীর মুক্তিযোদ্ধা তরউদ্দিনের। পাগলাপীরের গোকুলপুর ধনীপাড়া গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা তরউদ্দিন বার্ধ্যক্যজনিত রোগে গতকাল রোববার দুপুর ১২টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি........রাজীউন, তার বয়স হয়েছিল ৭৫ বৎসর। তিনি মৃত্যুকালে ২ স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী আত্বীয় স্বজনসহ শুভাকাঙ্কী রেখে গেছেন। পরদিন সোমবার সকাল ১০টায় পাগলাপীর কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মস্জিদ মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাযার নামাজে পাগলাপীরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্ব স্তরের ধর্মপ্রান মুসল্লিগণ অংশগ্রহন করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা তরউদ্দিন এর দাফনের পূর্বে তাকে রংপুর কোতয়ালী থানার একটি চৌকস দল সেলুট প্রদর্শন করেন এবং সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান। পরে হরিদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক একেএম হালিমুল হক, ইউনিয়ন সভাপতি একরামুল হক ও  সাধারন সম্পাদক সাইদুল ইসলাম। অপর দিকে বীর মুক্তিযোদ্ধা তরউদ্দিন আহাম্মেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাগলাপীর প্রেস ক্লাবের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম সহ সকল নেতৃবৃন্দ। তিনি এক শোক বার্তায় মরহুমের আত্বার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

পুরোনো সংবাদ

রংপুর 6701108755959208823

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item