পীরগাছায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকের মূখে হাসি
https://www.obolokon24.com/2017/12/rangpur_43.html
ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)ঃ
রংপুরের পীরগাছায় এবার উচ্চ ফলনশীল জাতের বারি-১৪ সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মূখে হাসি ফুটেছে। স্বল্প খরচে অল্প সময়ে উৎপাদন বেশি হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরিষার আবাদ। বর্তমানে সরিষার ক্ষেতগুলো হলুদ ফুলে ভরে উঠেছে। এসুযোগে ফুল থেকে মধু আহরন করছে মৌমাছির দল।
কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলায় এবারে ১ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। ক্ষেতে ক্ষতিকর পোকা আক্রমন না করায় দ্রত বেড়ে উঠেছে সরিষার চারা। কয়েকদিন পরেই শুরু হবে সরিষা সংগ্রহের কাজ। আমন ও ইরি মৌসুমের মাঝে অবশিষ্ট যে সময় থাকে, সে সময় কৃষকরা জমি পতিত না রেখে সরিষা আবাদের দিকে ঝুকে পড়ছে। এছাড়াও কৃষি অফিসের পক্ষ থেকে সরিষা আবাদ করতে কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। তাছাড়া জমিতে সরিষা আবাদের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে পরবর্তীতে ইরি-বোরো চাষাবাদের সময় সার ব্যবহারের খরচ কমে আসে। তিনি আরও বলেন, এবারে কৃষি পূনর্বাসন হিসেবে ৩ শ ৪০ জন ও প্রণোদনা দেয়া হয়েছে ৩শ ৭০ জন কৃষককে।
কৃষকরা জানায়, অন্যান্য ফসলের তুলনায় উচ্চ ফলনশীল সরিষা বারি-১৪ জাতের আবাদ অধিক লাভজনক। এ সরিষা উৎপাদনে সময় কম লাগার ফলে বছরে একই জমিতে অনায়াসে তিনটি ফসল চাষ করা যায়। এদিকে স্থানীয় কৃষকরা মনে করেন, যদি বাজারে সরিষার ন্যায্য দাম পাওয়া যায়, তাহলে আগামীতে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ আরো কয়েকগুণ বেড়ে যাবে।
কৃষক ও সাবেক ইউপি সদস্য ফজলুল হক বলেন, আমাদের এ জমি গুলো অন্যান্য জমির চেয়ে উন্নতমানের। এই জমিতে সরিষা ফলন ভালো হয়। এক সময় আমরা পৌষ মাসে অন্য ফসল আবাদ করতাম না। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ও সহযোগিতায় চার-পাঁচ বছর থেকে আমরা সরিষা আবাদ করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল হক চৌধুরী জানান, কৃষি বিভাগের উৎসাহ ও সহযোগিতায় কৃষকরা সরিষা চাষে এগিয়ে আসছে। অল্প সময়ে অল্প খরচ আর স্বল্প শ্রমে বেশি মুনাফা পাওয়ায় প্রতি বছরই এখানে সরিষার আবাদ বাড়ছে। এ উপজেলায় ১৩শ ৫০হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
রংপুরের পীরগাছায় এবার উচ্চ ফলনশীল জাতের বারি-১৪ সরিষার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মূখে হাসি ফুটেছে। স্বল্প খরচে অল্প সময়ে উৎপাদন বেশি হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরিষার আবাদ। বর্তমানে সরিষার ক্ষেতগুলো হলুদ ফুলে ভরে উঠেছে। এসুযোগে ফুল থেকে মধু আহরন করছে মৌমাছির দল।
কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলায় এবারে ১ হাজার ৩শ ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। ক্ষেতে ক্ষতিকর পোকা আক্রমন না করায় দ্রত বেড়ে উঠেছে সরিষার চারা। কয়েকদিন পরেই শুরু হবে সরিষা সংগ্রহের কাজ। আমন ও ইরি মৌসুমের মাঝে অবশিষ্ট যে সময় থাকে, সে সময় কৃষকরা জমি পতিত না রেখে সরিষা আবাদের দিকে ঝুকে পড়ছে। এছাড়াও কৃষি অফিসের পক্ষ থেকে সরিষা আবাদ করতে কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল লতিফ জানান, আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। তাছাড়া জমিতে সরিষা আবাদের ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। ফলে পরবর্তীতে ইরি-বোরো চাষাবাদের সময় সার ব্যবহারের খরচ কমে আসে। তিনি আরও বলেন, এবারে কৃষি পূনর্বাসন হিসেবে ৩ শ ৪০ জন ও প্রণোদনা দেয়া হয়েছে ৩শ ৭০ জন কৃষককে।
কৃষকরা জানায়, অন্যান্য ফসলের তুলনায় উচ্চ ফলনশীল সরিষা বারি-১৪ জাতের আবাদ অধিক লাভজনক। এ সরিষা উৎপাদনে সময় কম লাগার ফলে বছরে একই জমিতে অনায়াসে তিনটি ফসল চাষ করা যায়। এদিকে স্থানীয় কৃষকরা মনে করেন, যদি বাজারে সরিষার ন্যায্য দাম পাওয়া যায়, তাহলে আগামীতে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ আরো কয়েকগুণ বেড়ে যাবে।
কৃষক ও সাবেক ইউপি সদস্য ফজলুল হক বলেন, আমাদের এ জমি গুলো অন্যান্য জমির চেয়ে উন্নতমানের। এই জমিতে সরিষা ফলন ভালো হয়। এক সময় আমরা পৌষ মাসে অন্য ফসল আবাদ করতাম না। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে ও সহযোগিতায় চার-পাঁচ বছর থেকে আমরা সরিষা আবাদ করছি।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল হক চৌধুরী জানান, কৃষি বিভাগের উৎসাহ ও সহযোগিতায় কৃষকরা সরিষা চাষে এগিয়ে আসছে। অল্প সময়ে অল্প খরচ আর স্বল্প শ্রমে বেশি মুনাফা পাওয়ায় প্রতি বছরই এখানে সরিষার আবাদ বাড়ছে। এ উপজেলায় ১৩শ ৫০হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।