পীরগাছায় কর্মসংস্থান কর্মসূচির শ্রমিক ছাঁটাই

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর)॥

রংপুরের পীরগাছায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে শ্রমিক নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে এলাকার স্বচ্ছল লোকদের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন কর্মসূচি থেকে বাদপড়া শ্রমিকেরা। ইজিপিপি কর্মসূচির জারিকৃত বিধিতে বলা হয় পূর্বের তালিকাভূক্ত সুবিধাভোগীদের নাম পরবর্তী বছরে কর্তন করা যাবে না। তবে উপকারভোগী মারা গেলে তার স্থলে ওই পরিবারের অস্বচ্ছল ব্যক্তিকে তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে।।  কিন্তু এই নিয়ম নীতির তোয়াক্কা না করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নিজের ইচ্ছা মতো নাম কর্তন করে এলাকার স্বচ্ছল ব্যক্তিদের নাম নতুন তালিকায় সংযোজন করেন। নতুন নাম সংযোজনকারীদের নিকট থেকে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ২২ ডিসেম্বর থেকে এ কর্মসূচির কাজ শুরু হয়েছে। এদিকে উপজেলার ছাওলা ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের উপকারভোগিদের নাম কর্তন করা ১২ জন শ্রমিক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাউজুল কবির জানান, পুরাতন নাম কর্তন করার সুযোগ নাই। তবে ইতিপূর্বে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ পাওয়া শ্রমিকদের এবারের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। কিন্তু কোন কারণে প্রকৃত সুবিধাভোগীর নাম বাদ গেলে তদন্ত সাপেক্ষে তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 4522442114570690921

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item