রংপুর রিপোর্টার্স ক্লাবে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মরণে আলোচনা সভা

মামুনুর রশিদ মেরাজুল-

রিপোর্টার্স ক্লাব রংপুরের আয়োজনে মফস্বল সাংবাদিকতার দিকপাল চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ক্লাবের সভাপতি হালিম আনছারীর সভাপতিত্বে ও ক্লাবে সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহম্মেদের সঞ্চালনায় আলোচনা সভায় স্মৃতিচারণে বক্তব্য রাখেন বার্ডেম হাসপাতালের বিভাগীয় প্রধান ও সাংবাদিক ডাঃ সাকলাইন রাসেল, রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, প্রচার সম্পাদক বাদশাহ ওসমানী, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম সুমন, কার্যকরী সদস্য আমিরুল ইসলাম, আফরোজা বেগম, সদস্য নুর হাসান চান, এনামুল হক, আব্দুর রহমান রাসেল, নিউজ ২৪ চ্যানেলের রংপুর প্রতিনিধি জিএম জয় প্রমুখ। আলোচনা সভা শেষে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য, সাংবাদিক মোনাজাত উদ্দিন ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর সংবাদ সংগ্রহের জন্যে ছুটে গিয়েছিলেন গাইবান্ধায়। সেখানে ফুলছড়ি উপজেলার যমুনা নদীতে কালাসোনার ড্রেজিং পয়েন্ট থেকে ফেরী যোগে নদী পারাপারের সময় নদী গর্ভে পড়ে হারিয়ে যায় মোনাজাত উদ্দিন। অকালেই মৃত্যুর সাথে দেখা হয় তার। তার এই মৃত্যু স্বাভাবিক কোন ঘটনা নাকি হত্যা তা দীর্ঘ ২২ বছরের উদঘাটন করতে পারেনি প্রশাসন। তবে মোনাজাত উদ্দিনের পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 2228277468703799244

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item