মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে ঘরে ঘরে সামাজিক আন্দোলন গড়ে তুলুন- টিপু মুনশি

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর)

মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রত্যেক ঘরে ঘরে সামাজিক আন্দোলন গড়ে তুললে একদিন মাদক ও বাল্য বিয়ে চিরতরে নিমূল হবে। তাহলেই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহন করে এলাকার সুনাম বয়ে আনবে। গত রোববার রংপুরের পীরগাছায় শাহ আব্দুল হাকিম সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন, স্বরাষ্ট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। সংস্থার প্রতিষ্ঠাতা ছাওলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শাহ আব্দুল হাকিম এর সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তব্য দেন, ইউএনও মোঃ ফাউজুল কবির, রংপুর রোকেয়া কলেজের উপাধ্যক্ষ মো. নুরুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর হোসেন, সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক আব্দুছ ছালাম, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, সংস্থার পরিচালক শাহ আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে এলাকার গরীব ও মেধাবী ৫০জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি ও সনদ প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 4515423944542934209

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item