ফুলবাড়ীতে বিজয়ের মাস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত ॥
https://www.obolokon24.com/2017/12/phulbari.html
দিনাজপুরের ফুলবাড়ীতে মাহান বিজয়ের মাস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংঙ্গালী জাতির শ্রেষ্ট্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে উৎসব মূখর পরিবেশে পূণর্মিলনী ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারী কলজে মাঠ হতে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে সিএনবি ডাকবাংলায় এসে শেষ হয়। র্যালী শেষে সেখানে জাতীয় পতাকা ও মুক্তিয়োদ্ধা সংসদের পতাকা উত্তোলন মাধ্য দিয়ে পূণর্মিলনী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভা দিনাজপুরে স্বাধিন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী মঈনুল হক এর সঞ্চালনায় বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের স্ত্রী রশিদা বেগম,প্রধান বক্তা প্রাপ্তন জুনিয়ার কমান্ডিং অফিসার (স্বাধিনতা যুদ্ধকালিন)সভাপতি ৭ নং সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবসর প্রাপ্ত বিজিবি ডিএডি মাহাবুবুল আলম,দিনাজপুর জেলা ৭নং সেক্টর মুক্তিযোদ্ধা পরিষদ এর আহবায়ক ও সাবেক উইনিট কমান্ডার দিনাজপুর মক্তিযোদ্ধা সংসদ মকশেদ আলী মঙ্গলীয়া,দৈনিক উত্তরবাংলা সম্পাদক এবং দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সহকারী কমান্ডার দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মোঃ মতিয়ার রহমান,সাবেক ডেপুটি কমান্ডার দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদ ছাইদুর রহমানসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা পরিবার পরিজন উপস্থিত ছিলেন। পরে সকল মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকার।