পঞ্চগড়ের “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শ্রেষ্ঠ ৫ জয়িতাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”শীর্ষক আলোচনা সভা জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল আলিম খাঁন ওয়ারেশী,অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহিন আহম্মেদ,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখশানা মমতাজ, ব্র্যাকের জেলা প্রতিনিধি এ.কে আজাদ, পরস্পরের নির্বাহী পরিচালক আখতারুন নাহার সাকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম আজাদ দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার নির্বাচিত ৫ জয়িতার হাতে ক্রেস্ট, সনদ ও শাল চাদর তুলে দেয়া হয়। নির্বাচিত ৫ জয়িতা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী,পঞ্চগড় সদর উপজেলার ডোকরোপাড়া এলাকার মনিরা পারভিন। অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার মোছাঃ দেলোয়ারা আকতার দিলারা। সফল জননী হয়েছেন যে নারী, পঞ্চগড় সদর উপজেলার কামাতপাড়া গ্রামের দিলখুশা প্রধান। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে সফল হয়েছেন যে নারী, পঞ্চগড় সদর উপজেলার কায়েতপাড়া গ্রামের শেফালী আকতার।
চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, পঞ্চগড় সদর উপজেলার ব্যারিষ্টার বাজার এলাকার মোছা.আঞ্জুমান আরা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2521645852626783394

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item