পঞ্চগড়ে ট্রাকচাপায় নিহত ১
https://www.obolokon24.com/2017/12/panchagar_86.html
পঞ্চগড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ফুলেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ রবিবার সকালে বোদা উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের সদ্দারপাড়া কারকুন বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুলেরা বেগম একই উপজেলার সদ্দারপাড়া গ্রামের আজিজুর রহমান মঙ্গলু তেলীর স্ত্রী ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ফুলেরা বেগম ধান শুকানোর কাজে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দেবীগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।