তেতুঁলিয়ায় অপহরণের ১৩ দিন পর কিশোরী উদ্ধার, অপহরণকারী ভন্ড কবিরাজ আটক
https://www.obolokon24.com/2017/12/panchagar_81.html
মুহম্মদ তরিকুল ইসলাম-
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়ার উপজেলার তেতুঁলিয়ায় অপহরণের ১৩ দিন পর এক স্কুল ছাত্রী (১৩) উদ্ধার হয়েছে। অপহৃত স্কুল ছাত্রী সিপাহিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী এবং ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত গ্রামের রেজাউল করিমের মেয়ে। জানা যায় গত ২০ নভেম্বর/১৭ বাসা থেকে নিখোঁজ হন । বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে পরিবারের লোকজন খুজে বের করার চেষ্টা করেন, খুজে না পেয়ে ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যানের সরনাপন্ন হন পরিবারের লোকজন। গত ২ ডিসেম্বর/১৭ সন্ধায় বাংলাবান্ধা তেতুঁলিয়া মহাসড়কে গোয়ালগছ বিজিবি ক্যাম্পের সামনে অপহৃত স্কুল ছাত্রীকে গুরতর অসুস্থ অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় লোকজন অসুস্থ স্কুল ছাত্রীকে দেখতে পেয়ে তার পিতা রেজাউল করিম কে এবং বাংলাবান্ধা ইউ পি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন কে অবহিত করলে চেয়ারম্যান ও পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে স্কুল ছাত্রীর তথ্য মোতাবেক অপহরণকারী ভন্ড কবিরাজ জুলফিকার আলি জুবলী কে আটক করে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ। আটক জুবলী উপজেলার একই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আজিমুল হক (বাংঠু)-এর ছেলে।
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়ার উপজেলার তেতুঁলিয়ায় অপহরণের ১৩ দিন পর এক স্কুল ছাত্রী (১৩) উদ্ধার হয়েছে। অপহৃত স্কুল ছাত্রী সিপাহিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী এবং ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের হুলাসুজোত গ্রামের রেজাউল করিমের মেয়ে। জানা যায় গত ২০ নভেম্বর/১৭ বাসা থেকে নিখোঁজ হন । বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে পরিবারের লোকজন খুজে বের করার চেষ্টা করেন, খুজে না পেয়ে ১ নং বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যানের সরনাপন্ন হন পরিবারের লোকজন। গত ২ ডিসেম্বর/১৭ সন্ধায় বাংলাবান্ধা তেতুঁলিয়া মহাসড়কে গোয়ালগছ বিজিবি ক্যাম্পের সামনে অপহৃত স্কুল ছাত্রীকে গুরতর অসুস্থ অবস্থায় ফেলে যায় অপহরণকারীরা। পরে স্থানীয় লোকজন অসুস্থ স্কুল ছাত্রীকে দেখতে পেয়ে তার পিতা রেজাউল করিম কে এবং বাংলাবান্ধা ইউ পি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন কে অবহিত করলে চেয়ারম্যান ও পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে স্কুল ছাত্রীর তথ্য মোতাবেক অপহরণকারী ভন্ড কবিরাজ জুলফিকার আলি জুবলী কে আটক করে তেতুঁলিয়া মডেল থানা পুলিশ। আটক জুবলী উপজেলার একই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের আজিমুল হক (বাংঠু)-এর ছেলে।