পঞ্চগড়ে আওয়ামীলীগের আনন্দ শোভাযাত্রা

মুহম্মদ তরিকুল ইসলামঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাবেক এম পি মোজাহারুল হক প্রধানের নেতৃত্বে গতকাল রোববার বিকেল ৪.০০ ঘটিকায়। আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায়টি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি মোজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমানুল্লাহ বাচ্চু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, আব্বাস আলী, সাবেক জেলা পরিষদ প্রশাসক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, তারা বক্তব্যে বলেন আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ রহমতে আগামী নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে হলে যার যে স্থান সেই স্থান থেকে কাজ করতে হবে এবং জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হিসেবে মহান রাব্বুল আল-আমীন ছাড়া বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় মাটি ও মানুষের নেতা মোজাহারুল হক প্রধান এর নমিনেশন কেউ ঠেকাতে পারবে না ইন শাআল্লাহ। এতে নৌকার মাঝি মোজাহারুল ইসলাম এর কোন বিকল্প নেই এবং পঞ্চগড়ে পরিক্ষিত তত্তবধায়ক আমলে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং নৌকার বিজয় নিয়ে আসছিলেন। আবুল কালাম আজাদ বাবুল প্রমূখ। এ সময় পঞ্চগড় শহর জুড়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শব্দে মুখরিত হয়। আনন্দ শোভাযাত্রায় আওয়ামীলীগের সকল অংগ সংগঠন সহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5400183859550681110

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item