পঞ্চগড়ে বাড়ছে কমলা চাষ

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাড়ছে কমলা চাষ, লাভবান হচ্ছে কৃষক রাজু প্রধান। পঞ্চগড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কমলা চাষ। বাসা বাড়ি ও স্বল্প পরিসরে ছোট ছোট বাগানে আশানোরুপ ভাবে কমলার ফলন আসায় কৃষকরাও খুশি। পঞ্চগড়ে স্থানীয়রা জানিয়েছেন, উৎপাদিত কমলার স্বাদ পাশ্ববর্তী দেশ ভারতের দার্জিলিং এর কমলার মত। স্থানীয় কৃষি বিভাগের কারিগরি সহায়তায় পঞ্চগড় জেলায় কমলা চাষ বানিজ্যিক ভাবে শুরু হয়েছে। বর্তমানে বাজারের চাহিদা ও লাভজনক হওয়ায় জেলার প্রত্যন্ত অঞ্চলেও অনেকে বানিজ্যিক ভাবে কমলা চাষ করা শুরু করেছে। এসব বাগানের উৎপাদিত কমলার আকার রং ও স্বাদ পাশ্ববর্তী দেশ ভারতের দার্জিলিং ও জলপাই গুড়ি জেলার কমলার মত। পঞ্চগড় সদরের ভেলকু পাড়া এলাকার কমলা বাগানের মালিক আবু কাশেম প্রধান (রাজু)  প্রায় ৪ একর জমিতে ১ হাজার ৬ শত কমলা গাছ লাগিয়েছেন।কৃষক জানান কীটনাশক ছাড়াই তারা এই জমিতে কমলা চাষ করে থাকেন। তাই তাদের বাগানের কমলা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার মানুষ এসে নিয়ে যান। এ বছর এ পর্যন্ত তারা কমলা বিক্রি করেছেন ২ লক্ষ টাকা। আরো প্রায় ৫০ হাজার টাকা বিক্রি করার মত কমলা তাদের বাগানে আছে। বাগানের পরিচর্যাকারী চাষি মো: আলী আক্বর জানান পঞ্চগড় ছাড়াও বিভিন্ন জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে এই সুস্বাদু কমলা। এ কমলা সুস্বাদু হওয়ায় এলাকা থেকে অনেক খুচরা ক্রেতা আসেন আমাদের বাগানে ভিড় জমান। কারন আমরা কীটনাশক ছাড়াই এই বাগানের কমলা চাষ করে থাকি। ফলন বেশ ভালো। আমরা এ কমলা বাগান দিয়ে লাভবান হয়েছি।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6307539217727683166

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item