পঞ্চগড়ে ছয় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

মো: তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে  ছয় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পঞ্চগড়ের প্রাণ কেন্দ্র শেরে বাংলা পার্কে মানব বন্ধন করেছেন পঞ্চগড় প্রেসক্লাব। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ এবং তার অনুসারী ছাত্রলীগ যুবলীগের কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান বক্তারা।তারা উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর দেবীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জজ কয়েকজন সাংবাদিককে ডেকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফিরুজুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। পরদিন ২৭ নভেম্বর দৈনিক ইত্তেফাক ও বাংলা ট্রিবিউনের সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আরটিভি ও বণিক বাতা’র সাংবাদিক রাজিউল রহমান রাজু, মানবজমিনের সাংবাদিক সাবিরুর রহমান সাবির, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর সাংবাদিক সরকার হায়দার, ডিবিসি’র মো: লুৎফর রহমান ও ৭১’র টিভির মো: রফিকুল ইসলাম এ বিষয়ে সরেজমিন সংবাদ সংগ্রহ করতে যান। তারা ইউএনও মহোদয়ের বক্তব্য নেন। এর পর দেবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে যান। সেখানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, ৬ জন কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ  নেতা গিয়াসউদ্দিন চৌধুরী, আবু বক্কর সিদ্দিক আবু, যুবলীগের সভাপতি সংগ্রাম প্রধানের উপস্থিতিতে তাদের সাথে কথা বলেন। তার বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করা হচ্ছে কে বা কাহারা তাকে এমন অভিযোগ করলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের অনুসারি দেবীগঞ্জ উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু, সামিনুর রহমান শাওয়ন, আয়নাল সহ যুবলীগ ছাত্রলীগের ২০/২৫ জন নেতাকর্মী সাংবাদিকদের গালাগালি শুরু করেন। তারা চিৎকার করতে করতে কার্যালয়ের সামনে এসে সাংবাদিকদের খুজতে থাকেন। এক পর্যায়ে সাংবাদিকদের ডেকে ও টেনে দুইতলা ভবন থেকে নামানোর চেষ্টা করে। সাংবাদিকদের ধাক্কাধাক্কি শুরু করলে আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর আকছাদুল ইসলাম তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর আকছাদুল ইসলাম কে বেধড়ক মারপিট করতে থাকে। এ সময় সাংবাদিকরা দৌড়ে পৌর কার্যালয়ের ভিতরে প্রবেশ করলে তারা দুই ঘন্টা ধরে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখে। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফিরুজল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কাউন্সিলর বৃন্দকেও অবরুদ্ধ করে রাখা হয়। পরে ইউএনও ও সাংবাদিকরা বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে মোবাইলে অবহিত করেন। তাৎক্ষনিকভাবে মোবাইলে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট নরুল ইসলাম সুজনকেও জানানো হয়। পরে দেবীগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং দীর্ঘক্ষণ পর অবরুদ্ধ ইউএনও,স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিকদের উদ্ধার করে। এ বিষয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জজের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান পঞ্চগড়ের সর্ব স্তরের সাংবাদিক নেতারা।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3790466589390400222

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item