পঞ্চগড় তেঁতুলিয়া প্রকাশ্যে চলছে ড্রেজার মেশিন,প্রশাসন নির্বাক

মো: তোতা মিয়া পঞ্চগড় প্রতিনিধি:

তেঁতুলিয়ায় দিনে রাতে প্রকাশ্যে শতাধিক স্থানে বোমা মেশিন দিয়ে চলছে পাথর উত্তোলন, দেখার কেউ নেই। এসব অবৈধ বোমা মেশিন দিয়ে প্রকাশ্যে পাথর উত্তোলন করা হচ্ছে। সমতল ভূমির অনেক গভীর থেকে অপরিকল্পিত ভাবে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশস্খা করা করছেন পরিবেশবিদরা। গত কয়েক বছর ধরেই তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন নদ-নদী ও খাল-বিল থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছে এক শ্রেণির প্রভাবশালী অসাধু ব্যক্তি। এই উপজেলার ভজনপুর ও দেবনগড় ইউনিয়নের বেশ কিছু এলাকার সমতল ভূমি এবং করতোয়া নদী সহ বিভিন্ন ফসলী জমির বুক চিরে শতাধিক স্থানে বালি কাটার নামে দিনে রাতে চলছে অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন। এছাড়া বিভিন্ন স্থানে সমতল ভূমি থেকে জমি নষ্ট  করে গভীর নীচ থেকে লোক দেখানো শ্রমিক রেখে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন অব্যহত রয়েছে। পাথর উত্তোলন কাজে নিয়মিত শ্রমিক সূত্রে জানা গেছে এ সমস্ত অবৈধ বোমা মেশিন চালাতে সহযোগিতা করছে কিছু অসাধু ব্যাক্তি এলাকায় গড়ে উঠা বিভিন্ন সংগঠনের নেতা কর্মিরা। শ্রমিকরা জানান প্রতি রবি ও বৃহস্পতিবার এসমস্ত অসাধু ব্যক্তি এবং নেতা প্রতিটি মেশিন মালিকের কাছ থেকে ১-২ হাজার টাকা করে নিচ্ছেন। কেউ আবার সপ্তাহে প্রতি মেশিন থেকে এক ট্রোলি (১ শত সেপ্টি) পাথর বার হাজার মূল্য ৭ হাজার টাকা নিচ্ছে। আবার কেউ বিজিবি ও পুলিশের নাম ভাঙ্গিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। অসাধু ব্যক্তি ও নেতা কর্মিদের ম্যানেজ করতে প্রতি সপ্তাহে সকল মেশিন মালিক প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা বিলি করছে। তাছাড়া মেশিন মালিক সূত্রে জানাগেছে একটি বোমা মেশিন ১০ ঘন্টা চালানো ১৫ থেকে ১৭ ট্রোলি (১৫-১৭ শত সেপ্টি) পাথর উত্তোলন হয়। যার বাজার মূল্যে প্রায় ১লক্ষাধিক টাকার উপরে। মেশিন চালাতে ৫ শ্রমিকের প্রয়োজন ১০ ঘন্টায় ৩০ লিটার ডিজেল প্রতিদিন মোট খরচ ১০ হাজার টাকা। তাই মামলা দিলেও কেউ পরোয়া করে না। এভাবে চলতে থাকলে এক সময় ভূমির নীচে বিশাল শূণ্যতা সৃষ্টি হলে যে কোন সময় রিখটার স্কেলে ৬-৭ বা এর বেশি মাত্রার ভূমি কম্প হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনটাই আশস্কা করছেন জেলার পরিবেশবিদরা। পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে দুটি মোবাইল কোট অভিযান পরিচালনা করে ২ জনকে জেল, ১ জনকে ২ বছরের করাদন্ড দিয়েও মেশিন বন্ধ হয় নেই, অব্যাহত রয়েছে। এখন এলাকাবাসী চায় প্রশাসনের আরো কড়া নজরদারি, তাহলেই তেঁতুলিয়া উপজেলাকে রক্ষা করা সম্ভব।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8193179751196475222

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item