নীলফামারীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ ডিসেম্বর॥
“নিরাপদ অভিবাসন যেখানে টেকসই উন্নয়ন সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস/২০১৭। দিবসটি ঘিরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী এ জেলার তিনজনকে অভিনন্দন জানিয়ে ক্রেষ্ট প্রদান করা হয়।
আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের চত্বর হতে একটি শোভাযাত্রা শহরে বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলামের সভাপতিত্বে  আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল বাশার আতিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী সোনালী ব্যাংকের এজিএম রশিদুল ইসলাম, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপক রুহুল আমিন ও রেমিটেন্সেকারী মোতালেব হোসেন।আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী এ জেলার এমডি কামাল হোসেন, সাইফুল ইসলাম ও মোতালেব হোসেনসহ তিনজনকে জেলা প্রশাসনের পক্ষে অভিনন্দন জানিয়ে ক্রেষ্ট প্রদান করা হয়। # 





পুরোনো সংবাদ

নীলফামারী 4088071662016230182

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item