‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’-উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালী


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ ডিসেম্বর॥
“জয় হোক জয় সবখানে-চাই খুশির পরিবেশ বিশ্ব জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীলফামারীতে ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’-এর উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল সারে ১১টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অবস্থিত জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বেলুন উড়িয়ে ও মশাল জালিয়ে ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’-এর শুভ উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
উল্লেখ্য যে, ১৮ থেকে ২৪ ডিসেম্বর বাংলাদেশ যুব গেমস ২০১৮ অনূর্ধ্ব-১৭ এর প্রথম রাউন্ডে দলীয় পর্যায়ে ব্যাটমিন্টন, কাবাডি, ফুটবল, সাঁতার, ভলিবল, হকি, বাস্কেট বল ও একক পর্যায়ে বক্সিং, কুস্তি, তায়কোয়ান্ডো, শুটিং খেলা অনুষ্ঠিত হবে। এতে নীলফামারী জেলার ৬ উপজেলার খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলুসহ নির্বাহী সদস্য, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ প্রমুখ।




পুরোনো সংবাদ

নীলফামারী 319783483582905895

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item