নীলফামারীতে গরীব মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৮ ডিসেম্বর॥
পিএসসি ও জেএসসিতে মেধার স্বাক্ষর রাখায় নীলফামারীতে ১৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২টায় শহরের আরডিআরএস এর হল রুমে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন।
আরডিআরএস ক্ষুদ্রঋণ কর্মসূচীর পরিচালক হুমায়ুন খালেদের সভাপতিত্বে এসময় ক্রেডিট ডেভলোপমেন্ট ফোরাম সিডিএফ এর চেয়ারম্যান একরামুল হক, সিডিএফ এর নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল ও নীলফামারী আরডিআরএস এর কর্মসূচী সমন্বয়কারী রাশেদুল আরেফীন, ক্ষুদ্রঋণ কর্মসূচীর উর্দ্ধতন কর্মসূচী ব্যবস্থাপক গোলাম মোস্তফাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্ষুদ্রঋণ কর্মসূচীর সমন্বয়কারী গৌতম হালদার। আরডিআরএস এর কর্মসূচী সমন্বয়কারী রাশেদুল আরেফীন জানান, মেধার স্বাক্ষর রাখায় জেএসসিতে নয় জনকে দুই হাজার টাকা করে এবং পিএসসিতে ছয় জনকে দুই হাজার পাঁচশত টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। নীলফামারীতে এই কর্মসূচীর আওতায় ২০১২ সাল থেকে এই দুই স্তরে এখন পর্যন্ত ৫৮ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে চার লাখ দুই হাজার টাকা বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7040759874417096639

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item