নীলফামারীতে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন বিষয়ক কর্মশালা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৮ ডিসেম্বর॥
টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তিখাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে নীলফামারীতে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ কর্মশালা শুরু হয়। চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিট, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইউএনডিপির সহায়তায় নীলফামারী জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
উদ্বোধনী বক্তব্য দিয়ে কর্মশালার উদ্ধোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী হাসান আহমেদ।
জেলা প্রশাসক মোহম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার পূদম পু®প চাকমার সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব সামছুল আযম, স্থানীয় সরকারের উপ পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান, পুলিশ সুপার জাকির হোসেন খান, সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্ম্মন, ছয় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাগনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উদ্যোক্তারা অংশ নিয়েছে।
কর্মশালায় উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উলে¬খযোগ্য সাফল্যের ধারবাহিকতায় প্রধানমন্ত্রী ও তার সরকারের জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডার কথা তুলে ধরা হয়। বহুমাত্রিক বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা নিশ্চিতকরণে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল নিয়ামক স্থানীয় পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সরকারের পাশাপাশি সমাজের সব পর্যায়ের নেতাদের একসঙ্গে কাজ করার প্রত্যয় নেয়া হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8048785527005760182

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item