নীলফামারীতে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১২ ডিসেম্বর॥
বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস নীলফামারীতে পালিত হয়েছে। সারা দেশের ন্যায় নীলফামারীতেও প্রথমবারের মতো এ বছরই দিবসটি পালিত হলো।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়ের চত্বর হতে শহরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শুরু আগে জেলা প্রশাসক মোহম্মদ খালেদ রহীম শুভেচ্ছা বক্তব্য রাখেন। র‌্যালীতে অন্যান্যদের মধ্যে অংশ নেন জেলা পরিষদের সচিব সামছুল আযম, স্থানীয় সরকারের উপ পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আজাহারুল ইসলাম, কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কেরামত আলী, জেলা ত্রাণ ও পূনঃবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান সহ ফায়ার সার্ভিস, বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোগতা, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী প্রমুখ।
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসনের চত্বরে এসে শেষ হয়।
এদিকে একই দিন বিকাল ৩টায় হতে ৫টা পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সহযোগিতায়  জেলার সকল শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনলাইন প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হবে।
অপর দিকে এ জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় অনুরূপ কর্মসুচির মাধ্যমে দিবসটি পালনের খবর পাওয়া গেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7868023137690511066

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item