নাগেশ্বরীতে সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রম সম্পৃক্তকরণের অংশ হিসেবে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্য বিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা তথ্য অফিস ও নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর আয়োজনে ১৩ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় উপজেলার বেরুবাড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে এ অনুষ্ঠান হয়। বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার-শঙ্কর কুমার বিশ্বাস, বিশেষ অতিথি, জেলা তথ্য অফিসার-শাহজাহান আলী, বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-আব্দুল মান্নান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-আব্দুল আউয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি-আব্দুল্লাহিল বাকী, ছাত্রলীগের সভাপতি-সিরাজুল ইসলাম, পিবিএফজি প্রকল্প, আরডিআরএস এর ইউনিয়ন ফেসিলেটেটর মনোয়ারা বেগম প্রমুখ। এ সময় ইউনিয়নের জনসাধারণকে বাল্য বিয়ের কুফল বিষয়ক বিভিন্ন ধরণের ভিডিও প্রদর্শন করে দেখানো হয়।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 3005032121728406963

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item