স্বল্প সময়েই সাফল্যের শীর্ষে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

স্বল্প সময়েই সাফল্যের শীর্ষে উঠে এসেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ। যার বয়স মাত্র দেড় বছর। এই দেড় বছরেই বেশ সাফল্য বয়ে এনেছে এই প্রতিষ্ঠানটি। ব্যাপক সুনামও ছড়িয়েছে শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত। টিনশেড সুবিশাল মুল ভবন ও নির্মাণাধীন ৪তলা ভবনের ২য় তলার কাজ শেষ করে ৩য় তলার অবকাঠামোর কার্যক্রম চলমান। উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানুরাগী ইউএনও আবু হায়াত মোঃ রহমতুল্লাহ পদোন্নতি জনিত কারণে বদলীর পর ইউএনও শঙ্কর কুমার বিশ্বাস এর সুযোগ্য নির্দেশনায় ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহুরুল হক এর পরিচালনায় প্রতিষ্ঠার দ্বিতীয় বছরেই সফল ভাবে আলোর মূখ দেখলো প্রতিষ্ঠানটি। নাম ছড়িয়ে পড়লো গোটা জেলায়। উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ সম্পূর্ণরুপে মানসম্মত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। কিছু ব্যতিক্রমী চিন্তা যোগে বিদ্যালয়টি ইতোমধ্যেই এলাকার সুধী মহলে বেশ সাড়া জাগিয়েছে। আন্তর্জাতিক বাঙ্গালী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে প্রয়োজন ইংরেজী শিক্ষা। আর তাই গড়ে তোলা হয়েছে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে “ইংলিশ স্পোকেন ক্লাব”। সুবিশাল মনিটরের ভিডিও কনটেন্ট তৈরীর মাধ্যমে ইংরেজী শেখানো হচ্ছে। তথ্য প্রযুক্তির এ যুগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার শিক্ষা অপরিহার্য। সেদিক বিবেচনায় উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে আছে একটি সুবিশাল কম্পিউটার ল্যাব। নিয়মিত শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব ক্লাস চালু আছে। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করার জন্য মৌলভী শিক্ষক দ্বারা প্রাত্যহিক নামাজ, ঈদের নামাজ, জানাজা নামাজ, খুৎবা পাঠ ও পবিত্র কোরআন শিক্ষা দেয়া হয়। নিয়মিত ক্লাস ও রি-ভিউয়ের মাধ্যমে ক্লাসের পড়া ক্লাসেই তৈরী করে দেয়া হয়। বাড়ীতে গিয়ে পড়ার প্রয়োজনই হয়না। অভিজ্ঞ গানের শিক্ষক দ্বারা প্রতিদিন রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের সংগীত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম অর্জন করেছে। বিদ্যালয়ে আছে একটি সুবিশাল মাঠ ও ক্রীড়া চর্চার জন্য আছে পর্যাপ্ত খেলার সামগ্রী। শিশুদের সৎ নিষ্ঠাবানও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বয়স্কাউট, দুদক অঙ্গ সংগঠন “সততা সংঘ” ও সততা ষ্টোর চালু আছে। আছে একটি সুবিশাল লাইব্রেরী ও ই-লাইব্রেরী। যেখানে শিক্ষার্থীরা অবসরে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। এছাড়াও ছেলে মেয়েদের জন্য আছে পৃথক উন্নত আবাসিক সুবিধা।
উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ একটি মানসম্মত পূর্ণাঙ্গ আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। নাগেশ্বরী উপজেলার প্রান্তিক মানুষের শিক্ষা বিস্তারে এটি একটি উৎকৃষ্ট প্রতিষ্ঠান। উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আবু হায়াত মোঃ রহমতুল্লাহ ও বর্তমান সভাপতি শঙ্কর কুমার বিশ্বাসের আগামী দিনের স্বপ্ন উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় নাগেশ্বরীতে এক সময় উন্নত মানের বে-সরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।



পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7442508230169467558

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item