জলঢাকায় স্কাউট ও কাব ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাবু জলসা অনু্ষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় স্কাউট ও কাব ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাবু জলসা অনু্ষ্ঠিত। উপজেলা স্কাউটসের আয়োজনে দিনাজপুর অঞ্চলের সহযোগিতায় জলঢাকা পাইলট বালিকা বিদ্যালয়ে ৫ দিনব্যাপী এই প্রশিক্ষনের ক্যাম্প ফায়ার ও অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষিকাদের পরিবেশনায় গান ও নাটক পরিবেশিত হয়। উপজেলা স্কাউটস এর সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান।
আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, স্কাউট দিনাজপুর অঞ্চলের সফিকুল আলম, জেলা স্কাউটসের সেক্রেটারি ও কমিশনার বিনয় কুমার রায়, কোর্স লিডার মজিবুর রহমান, প্রশিক্ষক আমিনুল ইসলাম, তারেক হাসান সান, এডি পরেশ চন্দ্র বর্মন, আশরাফুজ্জামান, গোলাম কিবরিয়া, মানিক চন্দ্র রায়, প্রশান্ত কুমার রায়, উপজেলা স্কাউটসের সম্পাদক প্রধান শিক্ষক বেলাল হোসেন ও রমানাথ রায় প্রমুখ। উল্লেখ্য ১০ -- ১৪ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ১৬২টি স্কুল মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা এই কোর্সে অংশগ্রহন করে। মহাতাবু জলসায় প্রশিক্ষনার্থী শিক্ষকদের পরিবেশনা দেখে অতিথিসহ উপস্থিত দর্শকবৃন্দ মুগ্ধ হন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8186422728904950719

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item