জলঢাকা প্রেসক্লাবে সংবাদপত্র বায়ান্নর আলো'র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
https://www.obolokon24.com/2017/12/jaldhaka_14.html
মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় রংপুর বিভাগের সর্বাধিক প্রচারিত সংবাদ পত্র দৈনিক
বায়ান্নর আলো পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জলঢাকা
প্রেসক্লাব। এ উপলক্ষে রবিবার রাতে জলঢাকা প্রেসক্লাবে উপজেলা প্রতিনিধি
মর্তুজা ইসলামের আয়োজনে কেক কেটে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্বোধন
করেন দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন ও
জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ রাশেদুল হক প্রধান। এসময় বক্তব্য
রাখেন জলঢাকা কলেজের সাবেক অধ্যাপক জামিয়ার রহমান, প্রেসক্লাবের সাধারন
সম্পাদক মাহবুবুর রহমান মনি, কৈমারী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক বাবু,
প্রধান শিক্ষক অনিল কুমার রায়, প্রধান শিক্ষক নুরুজ্জামান হক, সমকাল
প্রতিনিধি হাসিবুল ইসলাম মিতু, কালেরকণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান
স্টালিন, যুগান্তর প্রতিনিধি সফিকুল ইসলাম চিনু, রিপোর্টস ইউনিয়নের সভাপতি
মিত্তন জয় রায়,জলঢাকা নিউজের সম্পাদক বজলুর রশীদ, সাংবাদিক মানিক লাল দত্ত,
হাফিজুর রহমান, মিটুল চৌধুরী , আবেদ আলী, সফিকুল ইসলাম সফি, মাইদুল হাসান,
শরিফুল ইসলাম প্রিন্স, সানোয়ার বাদশা ও সমাজসেবক সাদেকুল সিদ্দিক প্রমুখ।
অনু্ষ্ঠানে বক্তারা দৈনিক বায়ান্নর আলো পত্রিকাটি এই অঞ্চলে সাধারন মানুষের
মুখপাত্র হয়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করেন।