জলঢাকায় অনুষ্টিত হলো বাল্য বিবাহ প্রতিরোধে জনসংলাপ
https://www.obolokon24.com/2017/12/jaldhaka10.html
নিজস্ব প্রতিনিধি-আজ রবিবার মিরগঞ্জ ইউনিয়ন পরিষদ ও সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির যৌথ আয়োজনে এবং প্লান ইন্টারন্যাল বাংলাদেশ এবং ইউএসএস নীলফামারী এর সহযেগিতায় অনুষ্টিত হলো বাল্য বিবাহ প্রতিরোধে জনসংলাপ। মিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হুকুম আলী খাঁন এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজির রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্লান ইন্টরন্যাশনাল বাংলাদেশ এর স্পন্সরশিপ প্রোগাম কোর্ডিনেটর আব্দুল্লাহ আল-মামুন ।
বাল্য বিবাহের কারন ফলাফল বিষয়ে তথ্যানুন্ধান প্রতিবেদন উপস্থাপন করেন ইউএসএস নীলফামারী এর প্রকল্পসমন্বয়কারী মোঃ কায়কোবাদ হোসেন । তথ্যানুসন্ধান প্রতিবেদন উপস্থাপনের পর শুরু হয় উম্মুক্ত আলোচনা। উম্মুক্ত আলোচনায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন এই প্রসঙ্গে আলামিন খাঁন বলেন , বাল্য বিবাহ বিষয়ে প্রশাসনের দিক থেকে নজরদারী বৃদ্ধি করতে হবে কারণ শুধুমাত্র এনজিও তৎপরতায় বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব নয় । আকাশ খাঁন বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ আইন ২০১৭ পাশ হয়েছে কিন্তু তার পুনাঙ্গ বাস্তবায়ন আমরা দেখতে পারছি না । যে সকল বাল্য বিবাহ হয়েছে তাদের অভিবাবকদের বিরুদ্ধে মামলা করে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে হবে ।বিশেষ অতিথি জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজির রহমান বক্তব্যে বাল্য বিবাহ প্রতিরোধে সক্রিয়া ভুমিকা পালন করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা বলেন , বর্তমান সরকার বাল্যবিবাহ প্রতিরোধে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা বাস্তবায়ন করার জন্য সরকারী এবং বেসরকারী উন্নয়ন প্রতিষ্টান যৌথভাবে কর্মসুচি গ্রহণ ও বাস্তবায়ন করছে আজকের এই অনুষ্ঠান তারই একটি অংশ। বিশেষ করে মা-বাবা এবং মেয়েরা যতদিন না সচেতন হবে ততদিন আমাদের এই কার্যক্রম চলমান রাখতে হবে। এই অনুষ্টান অয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্টান এবং সহযোগিদের ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।