চিলাহাটীতে সেদ্ধ ডিমের গায়ে আল্লাহু লেখা

রিপোর্ট-এ আই পলাশ/ছবি- রবিউল ইসলাম-
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটীতে একটি ডিমের গায়ে আল্লাহু লেখা পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে রেলঘুন্টি এলাকার মির্জাগঞ্জ হোটেল নামক একটি রেষ্টুরেন্টে অলৌকিক ঘটনাটি ঘটে। মির্জাগঞ্জ হোটেলের স্বত্বাধিকারী দুই ভাই রফিকুল এবং রবিউল জানান, প্রতিদিনের মত তিনি রান্না করে বিক্রি করার উদ্দেশ্যে পাশ্ববর্তী দোকান থেকে ৫ ডজন ডিম কিনে আনেন।ডিম সেদ্ধ করে খোসা ছাড়ানোর পর রেষ্টুরেন্টের কর্মচারীরা একটি ডিমের গায়ে আরবীতে আল্লাহু লেখা দেখতে পায়।বিষয়টি ক্যাশ কাউন্টারে থাকা স্বত্বাধিকারী রফিকুল এবং রবিউলকে জানালে আল্লাাহুর পবিত্র নাম লেখা দেখে তা সংরক্ষণে রেখে দেয়া হয়। এই খবর পেয়ে আশেপাশের বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ ডিমটি দেখার জন্য ভীড় জমাচ্ছেন।এ বিষয়ে চিলাহাটী খানকায়ে কেরামতীয়া শরীফ কমপ্লেক্স মসজিদের  খতিব আলহাজ্ব মাওলানা সৈয়দ মাসরুর আল মাসুম জানান,এটা আল্লাহ্ প্রদত্ত একটি অলৌকিক চিত্র।তবে ডিমের গায়ে আল্লাহু লেখাটি স্পষ্ট নয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 802468853260792769

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item