ডোমারে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে একই মঞ্চে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ৯ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে এক বর্ণাঢ্য রালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনের সভাপতিত্বে শিক্ষিকা নাজিরা আক্তার ফেরদৌসি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উম্মে ফাতিমা। বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, ডোমার সরকারী কলেজের সহকারী অধ্যাপক এএসএম জাকির, একাডেমীক সুপার ভাইজার শফিউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা গোলজার রহমান।

নারী নেত্রী ডেইজী নাজনীন মাশরাফী নীনা, তৌহিদা জ্যোতি, আছমা সিদ্দিকা বেবী, রতœা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় “জয়ীতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ জয়ীতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনে আছমা সিদ্দিকা বেবী, সফল জননী তছকিনা বেগম, সমাজ উন্নয়নে রতœা বেগম, নির্যাতনে বিভীষিকা মিনারা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে জেসমিন আক্তার কে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 9156266764491511371

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item