চিলাহাটী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক জি.এম.আবু হেনা আর নেই
https://www.obolokon24.com/2017/12/domar_6.html
এ,আই পলাশঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি সরকারী কলেজের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক আলহাজ্ব জি এম আবু হেনা (৭৬) বার্ধক্যজনিত রোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,পাঁচ ছেলে,নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর,জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া,ভোগডাবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান এক্রামুল হক,কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক দিপু,প্রাইমারী সরকারী শিক্ষক সমিতি,চিলাহাটি সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও প্রভাষকবৃন্দ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,চিলাহাটি প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও অবলোকন পরিবার গভীর শোক প্রকাশ করে। আজ বুধবার বাদ যোহর চিলাহাটী নিজ ভোগডাবুরী গ্রামের নিজ বাসভবনের সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য যে তিনি বিটিভির অবসরপ্রাপ্ত চিফ ডিজাইনার এন্ড কন্ট্রোলার বীর মুক্তিযোদ্ধা জি.এম রাজ্জাক এর বড় ভাই।