ডোমার আমবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার আমবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী শুকনাপুকুর বাজার খেলোয়ার কল্যান সমিতি (একটি সেচ্ছাসেবী সংগঠন) আয়োজিত শনিবার সকাল ৯ টায় আমবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তলন ও শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন গোমনাতী শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন চৌধুরী।

দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মেধা পুরস্কার, ক্রীড়া প্রতিযোগীতা, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয়সহ বিকালে সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলীর সভাপতিত্বে সংগঠনের সভাপতি শামিমুউর রশিদ বুলবুলের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসাবে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সমাজ সেবক তহিদুল ইসলাম বুলবুল, দুলাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রশিদ লাবু উপস্থিত ছিলেন। এ ছাড়াও শিক্ষক আনোয়ারুল ইসলাম, মমতাজ আলী মানিক, সিদ্দিক আলম, সংগঠনের সিনিয়র সদস্য মনিরুজ্জামান আঙ্গুর প্রমূখ বক্তব্য রাখেন। শেষে এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীসহ ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ। খেলোয়ার কল্যান সমিতির এধরনের উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন  এলাকার সচেতন মহল।

পুরোনো সংবাদ

নীলফামারী 6895860971233743867

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item