ডোমারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত।

আনিছুর রহমান মানিক,ডোমার -
নীলফামারী ডোমারে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সার্প রাইটস প্রকল্প জমিদারপাড়া ঠাকুরগাঁও এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য রালী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে সার্প রাইট হিউম্যান রাইট প্রটেকশন কমিটির উপজেলা শাখার সভাপতি তৌহিদা জ্যোতি’র সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রকল্পের বিভাগীয় কো-অর্ডিনেটর সারা মারান্ডী। বিশেষ অতিথি সার্প রাইটস প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার নাজমা বেগম, প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, সাবেক কাউন্সিলর সেলিম রেজা, প্রভাষক জাকির প্রধান, সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, রওশন রশিদ, আনিছুর রহমান মানিক, আব্দুল্লাহ আল মামুন সোহাগ। কমিউনিটি অর্গানাইজার মোজাফ্ফর আলী, ইসমাইল হাসান, অনিল বাশঁফোর, রেখা রাণী বাশঁফোর প্রমূখ বক্তব্য রাখেন। সার্বিক সহযোগীতায় হেকস্-ইপার সুইজারল্যান্ড। হরিজন ও দলিত জনগোষ্ঠির অধিকার সমুন্নত রাখতে, উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী দপ্তরে, বিশেষ করে মহিলা দপ্তরের সেবা সমূহে দলিত নারীদের বিশেষ সুবিধা প্রদান করা। নারী ও শিশু প্রতিরোধ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নির্যাতন বন্ধ করা, পারিবারিক সুরক্ষা নীতিমালার যথাযথ বাস্তবায়ন করার উপর গুরুত্বারোপ করেন।     

পুরোনো সংবাদ

নীলফামারী 2557340268258075591

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item