ডোমারে ৯ হেরোইন ব্যবসায়ী আটক

আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমারে গত শুক্রবার রাত সাড়ে ১১টায়    হিরোইন ক্রয়- বিক্রয় ও সেবনকালে ৯ হেরোইন ব্যবসায়ীকে আটক করেছে ডোমার থানা পুলিশ । আসামীদের আজ শনিবার দুপুরে জেলা কারাগারে প্রেরন করা হয় ।
জানা গেছে,উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগী বড়গাছা গ্রামে বানিয়াপাড়ার অরীন অধিকারীর বসতবাড়ীতে  গত শুক্রবার রাত সাড়ে ১১টায়  ২০/২৫  জন মাদকব্যবসায়ী  হেরোইন ক্রয়-বিক্রয় করছিল ।ডোমার থানা পুলিশ  গোপনসুত্রে খবর পেয়ে অভিযান চালালে ৯ মাদকব্যবসায়ীকে আটক করে ।এরা হল নীলফামারী সদর থানার তরনীবাড়ীর মাদ্্রাসা পাড়ার মৃত সোনা মিঞার   পুত্র  নুর আলী (২৯),ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জহাটের হাবিবুর রহমানের পুত্র রাকিবুল হাকিব(৩৪),মৃত গোলাম মোস্তফার পুত্র শফি মামুদ কানন (২৭),সোনারায় ইউনিয়নের জামিরবাড়ীর ফয়েজ উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন (৩৫), ডুগডুগি গ্্রামের বিনয় কৃষ্ণ অধিকারীর পুত্র জ্যোতিষ চন্দ্্র অধিকারী (৫০), সুধীর অধিকারীর পুত্র অরীন অধিকারী(৩৫), বড় দলুয়া গ্রামের রঞ্জন কুমার রায়ের পুত্র রাম কৃষ্ণ রায় (৩৮),ছোটরাউতার তালেবুর রহমানের পুত্র আবু তারেক (২৩),বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের মহিমুদ্দিনের পুত্র গোলাম মোস্তফা (৫০) ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4544735468208508818

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item