ডোমারে উপজেলা প্রশাসনের সাথে এডভোকেসী প্লাটফর্মের মতবিনিময় সভা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার উপজেলার  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত সম্প্রদায়ের অধিকার সুরক্ষার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের সাথে এডভোকেসী প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সার্প রাইটস প্রকল্প আয়োজিত ১১ ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা এডভোকেসী প্লাটফর্মের সভাপতি তৌহিদা জ্যোতি’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উম্মে ফাতিমা। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাফর ইকবাল, উপজেলা সমবায় অফিসার গোলজার হোসেন, সমাজ সেবা অফিসার আব্দুল বারী, এডভোকেসী অফিসার পাপন কুমার সরকার, এনএনএমসি’র সমন্বয়কারী শ্যামল রায়, জেলার প্রজেক্ট অফিসার মোহাম্মদ সহিদুল ইসলাম, প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার নাজমা বেগম। এছাড়াও প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, আলহাজ্ব করিমুল ইসলাম, অনিল বাশঁফোর, রেখারাণী বাশঁফোর প্রমূখ বক্তব্য রাখেন।

এ প্লাটফর্মটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ও স্থায়ীত্বশীল উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে নেটওয়ার্ক অব নন মেইনষ্ট্রিম মারজিনালাইজড কমিউনিটিস -এনএনএমসি ফাউন্ডেশন ও  হেকস/ইপার এর মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমান ও বৃহত্তর সমাজে অংশগ্রহনের সুযোগ সৃষ্টির মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার জন্য ‘‘নেটওয়ার্কিং ফর ইনক্লুশান এন্ড এমপাওয়ারমেন্ট অফ দলিত’স এন্ড নৃতাত্ত্বিক ইন দি নর্থ-ওয়েস্ট অফ বাংলাদেশ’’- প্রকল্পের মাধমে তাদের কার্যক্রম সম্প্রসারিত করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা। এছাড়া এলাকার সকল উন্নয়নমূলক কার্যক্রমে দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার প্রদান করার প্রত্যয়  ব্যক্ত করেন অতিথিগণ।

পুরোনো সংবাদ

নীলফামারী 7178925719772024322

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item