ফুলবাড়ীতে স্কুল ফিডিং বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ॥

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুর ফুলবাড়ীতে স্কুল ফিডিং  বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক তত্বাবধায়নে ইকো সোসাল ডেভলোপমেন্ট অর্গানাজেশন  দারিদ্র পাড়িত এলাকায় স্কুল ফিল্ডিং কার্যক্রমের পরিচালনায় বুধবার উপজেলা সভাকক্ষে সকাল ১০ হতে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাছিনা ভুঁইয়া এর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দারিদ্র পাড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্পের সহকারী পরিচালক শামিমা সুলতানা,প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরে আলোচনা করেন সহকারী প্রকল্প পরিচালক ফরহাদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ তহিদুজ্জামান,সহকারী জেলা শিক্ষ অফিসার আহসান হাবিব,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল,বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে অধ্যক্ষ, মোঃ মাসুদুর রহমান মাসুদ,শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শাহ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরুজ্জামান মিয়া প্রমূখ।

কর্মশালায় উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এসএমসি‘র সভাপতিগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে,প্রাথমিক বিদ্যালয়ের গমনোপযোগী দরিদ্র শিশুদের ভর্তির হার বৃদ্ধি করণ,কৃতি ছাত্র-ছাত্রীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি করণ,কৃতি ছাত্র-ছাত্রীদের ঝরে প্রবনতা রোধ করণ,শিক্ষা চক্রের সমাপ্তির হার বৃদ্ধি করণ,ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন পুষ্টি চাহিদা পুরণ করা ও প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন এই প্রকল্পের মূল লক্ষ্য।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2278208886309350519

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item