দিনাজপুরে বেইলী ব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক নদীতে


মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর বেইলী ব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক নদীতে পড়ায় তাৎক্ষনিক তৎপরতা শুরু করেছে দিনাজপুর সড়ক বিভাগ। আগামী ১৫ দিনের মধ্যে বেইলি ব্রিজটি প্রতিস্থাপন করা হবে। সেই সাথে জাইকা প্রকল্পের আওতায় আগামী বছরের জানুয়ারী থেকে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে। ব্রিজটি ভেঙ্গে পড়ায় ট্রাক চালক ও হেলপার আহত হলেও বড় ধরনের দূর্ঘটনা থেকে বেঁচে গেছে পথচারী ও এলাকাবাসী। তবে এ ঘটনায় চরম দূর্ভোগে পড়েছে চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলার মানুষ। ওই দুটি উপজেলা থেকে দিনাজপুর জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত মঙ্গলবার সকালে কারেন্টহাট নামক স্থানে কাকঁড়া নদীতে ঘটে এ দূর্ঘটনা।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার হঠাৎ বিকট শব্দে ব্রিজের মাঝখানে সার বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। পরে স্থানীয়রা দৌড়ে এসে ট্রাক চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আজ বুধবার দূর্ঘটনা কবলিত ১০ চাকার ট্রাকটি (চুয়াডাঙ্গা-ট-১১-০২৫৪) ওই অবস্থায় ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিক তৎপরতা শুরু করেছে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ। তারা অতি দ্রুত ব্রিজটি মেরামতের ব্যাপারে আজ বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাছুম সারওয়ার জানান, ব্রিজটির দু’পাশে সতর্কীকরন সাইনবোর্ড লাগানো রয়েছে। ব্রিজটিতে ৫ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু দুর্ঘটনা কবলিত ১০ চাকার ভারী ট্রাকটি ৭০০ বস্তা অর্থাৎ ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি নতুন করে নির্মানের জন্য জাইকা প্রকল্পের অর্থায়নে জানুয়ারীর শেষ নাগাদ নতুন ব্রিজ নির্মান কাজ শুরু হবে। তবে জনসাধারনের চলাচলের সুবিধার্থে আগামী ১৫ দিনের মধ্যে বেইলি ব্রিজটি প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।



পুরোনো সংবাদ

দিনাজপুর 2435333079776620373

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item