দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নবাগত চেয়ারম্যানের যোগদান

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নব নিযুক্ত  চেয়ারম্যান হিসাবে প্রফেসর আবু বকর সিদ্দিক যোগদান করেছেন।
মঙ্গলবার সকাল ১১ টায় শিক্ষা বোর্ডের ২নং ভবনে নতুন চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জুর রহমান। এর আগে সকাল ১০ টায় নতুন চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শিক্ষা বোর্ডে ২নং ভবনে এলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নতুন চেয়ারম্যানকে  স্বাগত জানিয়ে তার কক্ষে নিয়ে যান । নবাগত চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব তোফাজ্জুর রহমান ও কর্মচারী ইউনিয়নের বর্তমান সভাপতি আজিজুল হক শাহ ও সাবেক সভাপতি মাসুদ আলমের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে  ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। এ সময় নবাগত চেয়ারম্যান সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন। এ সময় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত সচিব মোঃ তোফাজ্জুর রহমান, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ আজিজুল হক শাহ ও সাবেক সভাপতি মাসুদ আলমের নেতৃত্বে নবাগত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোঃ ফারাজ উদ্দিন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য্য, উপ-সচিব ড. মোঃ আব্দুর রাজ্জাক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হারুন অর রশীদ মন্ডল, উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ আলতাফ হোসেন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রাকিবুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক মোঃ আব্দুল মান্নান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য যে, প্রফেসর আবু বকর সিদ্দিক ইতিপূর্বে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রফেসর আবু বকর সিদ্দিক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও পীরগঞ্জ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে পড়াশোনা শেষ করেন। বিসিএস শিক্ষা (সাধারন) প্রভাষক হিসাবে কর্মজীবন শুরু করেন। তাঁর বাবার নাম মো. লুৎফর রহমান ও মায়ের নাম মোছাঃ জেবুন নেছা। গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আবু বকর সিদ্দিককে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ২০১০ সালে তিনি উপাধ্যক্ষ হিসেবে দিনাজপুর সরকারি কলেজে যোগদান করেন। ২০১৪ সালে তিনি অধ্যক্ষ হন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3691193293151709865

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item