বিরল পৌরসভায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে প্রার্থীদের সাথে মতবিনিময়

মোঃ আঃ সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের বিরল পৌরসভা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জাকিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, বি, এম রওশন কবীর।
উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ও রাজারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আশরাফুল আলম, বিরল থানার ওসি আবদুল মজিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় বিরল পৌরসভা নির্বাচনে অংশগ্রহনকারী ৯ মেয়র প্রার্থী, সংরক্ষিত আসনের ২০ কাউন্সিলর ও ৪২ সাধারন কাউন্সিলর প্রার্থী এবং রাজারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ চেয়ারম্যান, ৮ সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য ও ৩৫ জন সাধারন সদস্য প্রার্থী ও তাদের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইউএনও এ, বি, এম রওশন কবীর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী সকল প্রার্থীদের নির্বাচনী আচরন বিধি মেনে চলার এবং পোলিং এজেন্ট নিয়োগের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। এ প্রসঙ্গে বরশি মার্কার মেয়র প্রার্থী শফিকুল আজাদ মনি বলেন, আমার নির্বাচনী কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে, নারী কর্মীদের কাছ থেকে লিফলেট কেড়ে নিয়ে তাদের লাঞ্ছিত করা হয়েছে। এ বিষয়ে আমি গত ১১ ও ১২ ডিসেম্বর পৃথক দুটি অভিযোগ দায়ের করি। উক্ত কথাগুলোর সমর্থনে সকল প্রার্থী একমত প্রকাশ করেন এবং প্রতি ওয়ার্ডে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়োগের জন্য জোর দাবী জানান। প্রশাসন বিষয়টি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

পুরোনো সংবাদ

নির্বাচন 833495606739611119

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item