দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা-
আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসুচীর আওতায় দেবীডুবা ইউনিয়নে বাৎসরিক চক্ষু বিশেষায়িত বিনামূল্যে চক্ষু ক্যাম্প আয়োজন করা হয় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের  মির্জা গোলাম হাফিজ উচ্চ বিদ্যালয় চত্বরে শনিবার দিনব্যাপী ।
এ সময় উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর কর্মসুচী ব্যবস্থাপক রেজাউল করিম,সিঃ মুিনটরিং কর্মকর্তা মাসুদুর উর রহমান,সমৃদ্ধি কর্মসূচী  সমন্ময়কারী মোঃ ইউসুফ আলী, ডাঃ শাফিউল হাসান সাকিল।
পিকেএসএফ এবং আরডিআরএস বাংলাদেশ এর অর্থায়নে চিকিৎসা ও অপারেশন প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর।ডাঃ শাফিউল হাসান সাকিল নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টীম চিকিৎসা প্রদান করেন। দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্পে দুর-দুরান্ত থেকে আসা সাড়ে তিনশত  চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয় এবং চোখের ছানী অপারেশন জন্য ২৫জন রোগীকে বাছাই করা হয়। বাছাইয়ের শেষে চোখের ছানী অপারেশন করা হবে মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুর নিয়ে গিয়ে বলে চক্ষু শিবির কমিটি সুত্রে জানা যায়।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 1156888847613799150

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item